ঝংকারো ঝংকারো রুদ্রবীণা
তার সামা শান্তি রাগিণী
জাগো যারা জাগোনি।
এই দুঃখের দুর্দিন দূর হয়ে যাবে
আশার মরানদী স্রোতে বয়ে যাবে ॥দূর দুস্তরে আমরা দ্বিধাহীন যাত্রী
ভেদ বিভেদের দ্বন্দ্ব কেটে যাবে রাত্রি
হাসি আর গান মিলে যাবে তান
রুদ্ধ দ্বার ভেঙে কোটি কোটি প্রাণ
একই তান, একই ছন্দে আনন্দেরই গান ॥কলে কারখানায় সৃষ্টির আনে যারা বান
মাঠে প্রান্তরে অন্ন বোনে যে কিষান
ঘরে ঘরে আজ নওজোয়ান
আমাদের কোটি কোটি সন্তান
একই তান, একই ছন্দে আনন্দেরই গান ॥