ঝড় ঝড় মোর বক্ষের কাছে
এসে থেমে গেছে (এই)।
বন্যা বন্যা মোর অশ্রুর নদী দেখে
থমকে থমকে থেমে লজ্জায় ফিরে গেছে ॥(তুমি) আর কী বেদন মোরে হানবে
বলো আর কী বাঁধন টানে টানবে?
কত সকাল দুপুর হয়ে শিকল নূপুর হয়ে
স্মৃতির বরফ শুধু জমে আছে ॥আর কেন মিছে মোরে ডাকো
জীবনের হাসিকান্নায়?
ফিরব না আর কখনো
এই বিষের বাঁশি আর না।
এই চরণ মোর মরণ বরণ,
তবু মরণ হাজার বার মরে গেছে ॥(তুমি) স্বপন সুখে যে থাকো মগ্ন
শত আসুক জীবনে মহালগ্ন,
মোর এ মন তেপান্তরে অনেক প্রান্তরে
অনন্ত রাত্রিতে মিশে গেছে ॥