জীবন গান গাহে কে যে, সুর বুঝি না যে
বাউল হল যে সকল রাগিণী, মন লাগে না কাজে।
০ ০ - প - - - - দ - - প - - - প দনদ পহ্ম ০ ০ - হ্ম প গ হ্ম ঋ গ - ন্ হ্ম - গ প - দ - কৃষ্ণ যেন সে ডাকে শুধু “রাই”
*সব ভুলিয়া চলে যেতে চাই।*
সুখ-দুখ মিছে সকলি মায়া
*মিছে মরি যে লাজে ॥*ধ্রুবতারকা সুদূরে আঁকা,
শুধু দেখি পথ তিমিরে ঢাকা।
কেন ডাকো পিছে?
চলেছি আমি অন্তবিহীন মাঝে।