বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৯

জীবন যখন শুধু দুর্দিন
দুর্দিন তবু সে মুক্তি পাক
পাহাড় ঘেরা সবুজ বনে
নদীর মতো ছুটে বেড়াক ॥

এ বন্ধ দ্বার মনে মনে দেশে দেশে খুলে যাবে
মানুষ মানুষ অবিশ্বাসের হানাহানি চলে যাবে।
নতুন ভুবন, নতুন জীবন, আনন্দ গানে হোক সবাক
সে ফুল ফোটাক ঘরে ঘরে, শিশুর হাসিতে ভরে যাক ॥

এ অন্তরাল তোমার আমার দ্বন্দ্ব আর দ্বিধায় দুলে
অন্তরিন হয়ে আছি যে অন্তরের মায়ায় ভুলে।
ক্ষুদ্রতার, তুচ্ছতার, উর্দ্ধে সবার স্বার্থ থাক
এই অর্থহীন ব্যার্থতায় অনর্থ আজ অর্থ পাক ॥

এসো এবার যা আছে যার উজাড় করে ভালোবাসায়
গড়ি নবীন শোষণবিহীন সমাজ নতুন, নতুন আশায়।
এ পৃথিবীর নতুন ছবি, নতুন কবি গানে ভরাক
কে রুশ কে চীন বা মার্কিন---মানুষ পরিচয় সে থাক ॥