বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৬৩
চলচ্চিত্রের গান

যদি দুপুর না হতেই সন্ধ্যা ঘনায়
জীবনের আলো নিভে যায়,
তুমি দু'চোখে প্রদীপ জ্বেলে
খুঁজবে আমায়,
চলে যাব সেই ভরসায় ॥

কখনো করুণ সুরে ভেসে যায় যদি দূরে
বিরহ বিধুর তার উদাসী হাওয়ায়।
যদি কিছু মনে পড়ে
চোখে জল আসে ভরে
বেদনার মতো করে ভাববে আমায়
চলে যাব সেই ভরসায় ॥

আলো ঝলমল্‌ করা খুশির আবেশে ভরা
মিলন মধুর এক রাত্রি বেলা।
যা ছিল স্বপনে মিশে
ধূলি হয়ে গেল শেষে,
সে মিলন ক্ষণ, এ মনে ভরবে আমায়
চলে যাব সেই ভরসায় ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৩৭