বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৭৪

যদি জানতে গো তুমি জানতে,
কেন এই মন আমার
ছন্দবিহীন ছন্দে গেয়ে যায়?
হারাল সুর সে যে তোমার
চোখে চেয়ে
কখন মনের অজান্তে,
পান্থ আমি তোমার হৃদয়ে যেতে
পথ ভোলা দুস্তর প্রান্তে ॥

তুমি জানো কি আমি এলাম
জীবন দিগন্তে,
সান্তনা মোর এই শুধু
আমি পাড়ি দিয়েছি বসন্তে।
ঝরা ফুলে ফুলে গেছে ছেয়ে
এই জীবন বনান্তে ॥

আর ডেকো না মোরে ডেকো না
সকরুণ সুরেতে ডেকো না,
যা কিছু মোর গান ছিল
সুরে সুরে মনেতে রেখো না।
ফিরে যাব না যাব না আমি
আর প্রেমেরই একান্তে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৫৯-২৬০