এই গানটির দুইটি পাঠান্তর রয়েছে(১)
যদি না আসতে ভালোবাসতে
প্রিয় সাথি আমার,
বেদন সইতে হত না
এ বোঝা বইতে হত না ॥তুমি আমার অস্তাচল দিগন্তের তারা,
ত্রন্দনে আমার চোখে তুমি জলের ধারা।
আনন্দে শিহরন মরণ বাঁচন, তোমার হাতেই ধরা ॥তুমি না চাইলে গান গাইলে
প্রিয় সাথি আমার,
এ গান গাইতে হত না
এ তরী বাইতে হত না ॥যদি এমন হত এ মন ফুলের মতন করে,
অন্তরে নিজেই ফুটে নিজেই যেত ঝরে।
সুগন্ধে সব কথা যেত বলা, মনের মতন করে ॥যদি না ডাকতে বুকে রাখতে
প্রিয় সাথি আমার,
বাঁধন খুলতে হত না
তোমাকে ভুলতে হত না ॥
(২)
যদি না আসতে ভালোবাসতে
প্রিয় সাথি আমার,
বেদন সইতে হত না
এ বোঝা বইতে হত না।
যদি না খুঁজতে মনে বুঝতে
প্রিয় সাথি আমার,
জীবন শুধু দু'দিনের
এ ভাবে জ্বলতে হত না ॥তুমি আমার অস্তাচল দিগন্তেরই তারা
ক্রন্দনে আমার চোখে তুমি জলের ধারা।
আনন্দে শিহরন মরণ বাঁচন, তোমার হাতেই ধরা ॥যদি না চাইতে গান গাইতে
প্রিয় সাথি আমার,
এ গান গাইতে হত না
এ তরী বাইতে হত না।
যদি না আসতে...যদি এমন হত এ মন ফুলের মতন করে
অন্তরে নিজেই ফুটে নিজেই যেত ঝরে।
সুগন্ধে সব কথা যেত বলা, মনের মতন করে ॥যদি না ডাকতে বুকে রাখতে
প্রিয় সাথি আমার,
বাঁধন খুলতে হত না
তোমাকে ভুলতে হত না ॥
যদি না আসতে...এল এবার বিদায় নেবার বিধুর সেই লগন,
দুই চোখে একটিবার আনো সেই স্বপন,
শরণ যার হবেই জীবন পথের উজল ধ্রুবতারা ॥যদি না বলতে পথ চলতে
প্রিয় সাথি আমার,
পথের এ অন্ত হত না
দিগন্তে থামতে হত না ॥
যদি না খুঁজতে...
যদি না আসতে...