বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২০০

যদি নাম ধরে তারে ডাকি
কেন সবুজ পাতারা যে সাড়া দেয়,
বনে বনে নব মঞ্জরী, কেন ফুলে ফুলে ভরে যায় ? ॥

যদি ফাগুন ঘিরে গো আসে,
বাতাসে বাতাসে তারই সুরভি ভাসে।
নামহারা জানি না কোন্‌ পাখি
তারই গান গেয়ে আকাশ বাতাস ভরে দেয় ॥

মোর পাগল এমনই এ নেশা,
যা দেখি যা শুনি সবিতে যেন সে মেশা।
দুই নয়ন ঘুমে মগন যখন
মোর ভুবনে শুধু স্বপন তারই কেন ছায়? ॥