বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩০১

যদি সবার জন্যেই সূর্য চন্দ্র তারা
সাগর ও নদী
কেন ভেদ ভেদাভেদ সারাক্ষণ ?
শুধু স্বার্থের আর অর্থের তরে
মানুষ মানুষে স্বদেশে বিদেশে
কত বিভাজন !

এ পৃথিবী এই ছোটো গ্রহ
ত্রিভুবনে সেরা,
ফুলে ফলে, আকাশ, বাতাসে,
জলে মায়ায় ঘেরা।
যদি সবাই সবার তরে
হত পরস্পরে
সুধায় দিত ভরে এ জীবন ॥

তুমি আমি আরও কোটি কোটি
মনে এ বারতা,
দিতে হবে সবাই দাঁড়াতে
হবে তুলে মাথা।
মনের মতন করে আবার
নতুন করে
নিতে হবে গড়ে এ ভুবন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৮০-২৮১