যত দিন ছিলে কাছে
মিলে মিশে মনের মাঝে,
ততদিন চিনিনি যে
তোমায় ওগো মা।
আজকে তুমি গেছ চলে
শূন্য ঘরে আমায় ফেলে,
নেই কেউ যে “আহা” বলে
ওগো আমার মা ॥কী নেশায় কিসের টানে,
কী যে অভিলাষের মায়ায়
ঘর ছেড়েছি সব ভুলেছি,
ফেলে তোমার সৌম্য ছায়া।
অবসাদ শীর্ণ কায়া
নেই কোনো আর যে সান্ত্বনা ॥কেনা আর বেচার এ জগতে
কে দেয় মূল্য স্নেহের
নকল সোনার ঝলমলানির
ধাঁধায়ে ধেঁধেঁ মত্ত হয়ে।
আঁচলে গেরো দিয়ে
শূন্য জীবন আর বহে না ॥