বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৯৯

[ কামিনী কন্যা তুমি?
স্বপ্ন চোখে নিয়ে শুধু,
এ বিশ্ব রঙিন করে
দেখে ভুলে যাও,
কত রিক্ত মানুষের ব্যর্থ হাহাকারে
কত অশ্রু অনাহারে
শিশুদের চোখ দিয়ে ঝরে
বিরহের ব্যথা শুধু নয়
অন্য আরো বহু ব্যথা আছে
এই বিশ্বের বহু ঘরে ঘরে । ]

না না না না না না
কেন বোঝো না
তুমি বিনা বীণা যে সুরহীনা,
কহু কূজনে, বসি বিজনে,
শুধু থাকি আমি তুমি
দু'জনা ॥

দিগন্তে দূর দিগন্তে দেখো চেয়ে,
সীমান্তে দূর আকাশে যেথা
ধরা মিশে যায়,
তেমনি যুগ যুগান্তে
ভালোবাসি যে তোমায় ॥

[ তুমি আমি, আমি তুমি
এই শুধু নয়
বহু আমি বহু তুমি আছে,
তার মানে এই নয়
ভালোবাসা অর্থহীন,
ভালোবাসি বলেই তো
ভালোবাসা ত্যাগ করে চলে যেতে চাই। ]

না না না না না না
কিছু বুঝি না
জানি আমি নদী, তুমি মোহানা
তুমি বসন্ত, আমি কোকিলা
যাই বলো আর কিছু মানি না ॥

দু'জনে শুধু দুজনে রচা যায়,
সৃজনে শুধু সৃজনে মহাবিশ্ব
গড়া যায়,
নয়নে চেয়ে নয়নে
কত কথা বলা যায় ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৭৮-২৮০