বন্দি মুক্তির গানকারার দুয়ার ভাঙো
ভাঙো ঐক্যের বজ্র কঠিন ঘাতে
ভাঙো জাগ্রত জনতার হাতিয়ারে
জাগো সূর্য সেনের রক্ত ধারে
শত ক্ষুদিরাম বাঁধা
লৌহ প্রাকারে ॥মুক্তির বন্যাকে আনো
আনবো ছিনিয়ে মোরা
সপ্তকোটি মিলে
বন্দি বীর যত সেনারে
শুধবো রক্তে মোরা
বুলেটে ফাঁসিতে মিলে
পাওনা হয়েছে যত দেনারে ॥আমরা ভুলিনি ভগৎ সিং
আমরা ভুলিনি সূর্য সেন
ভুলিনি আমরা জালিওনাবাগ
কায়ুরের ঋণ আছে বাকি
মোপলার ঋণ আছে বাকি
ব্রেথওয়েট গোয়ালিয়র
ধর্মতলার হয়নি শোধন
কদম রসুল রামেশ্বরের
প্রতিশোধ অসি হানে ॥