বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৬৫
চলচ্চিত্রের গান

কারণ অকারণের বেড়া
ভেঙে আমার মন ভরেনি
তাই অকারণে আমি কারণ ধরেছি
আমায় বারণ কোরো না মা তারিণী ॥

আমার শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে
কে যে পক্ষে আর কে বিপক্ষে
ওসব তক্কে না পড়ে মা---
এই তৃতীয় পক্ষে পেলুম রক্ষে
এখন এই সখ্যে দিন কাটে মা
লোকে বলে বলুক আমায় ত্রিচারিণী ॥

এ দেখো না মা দেশে দেশে
কত চোর ঘুরছে সাধুর বেশে
আর অকারণে কেশে কেশে
কত গোবেচারা যাচ্ছে টেশে
এসব কারণ খোঁজার মা অনেক জ্বালা
তাই যুক্তি তক্কের ধার ধারিনি ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৩৯-৩৪০