চলচ্চিত্রের গান
কে যাবি আয়
ওরে আমার সাধের নায়,
ও সে রাঙা আশার পাল তুলে
ঝিকিমিকি যায়,
আয় আয়রে আয় ॥আকাশ তারি অনুরাগে
মেঘে মেঘে রাঙে,
বাতাস তারি আভাসে গায়
তরঙ্গেরি গানে।
তারি তরে হৃদয় মেলে
নয়ন প্রদীপ জ্বেলে
বধূরা পথ চায়।
আয় আয়রে আয় ॥ময়ূরপঙ্খি নহে আমার
শুধু ছোটো তরী
তাহার ছেঁড়া পালের দড়ি,
ভাঙা হালে টলোমলো
ঢেউয়ে উঠি পড়ি
আমি তবু কী হাল ছাড়ি !
জানি অথৈ সাগর
অবহেলেই দেব পাড়ি।
আয় আয়রে আয় ॥