কেন এলে না বন জোছনায়?
মায়াবী রজনী বৃথা ফিরে গেল।
তরু শাখারা ছায়া তুলিকায়
কতনা ভাবনার ছবি এঁকেছিল ॥ময়ূরী ময়ূর বাজিয়ে নূপুর
তাতা থৈ তাতা থৈ কতনা নাচন।
মৃগনয়নী একা হরিণী
যেন সে আমারি মনেরি মতন ॥খোলা জানালা, শুধু দুটি চোখ
আকাশে কী দ্যাখে, কেবা তা জানে?
বিরহে বিধুর বিষাদে মধুর
তবু তার দুরাশার কী যে হয় মানে? ॥