বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩০০

কেন এলে না বন জোছনায়?
মায়াবী রজনী বৃথা ফিরে গেল।
তরু শাখারা ছায়া তুলিকায়
কতনা ভাবনার ছবি এঁকেছিল ॥

ময়ূরী ময়ূর বাজিয়ে নূপুর
তাতা থৈ তাতা থৈ কতনা নাচন।
মৃগনয়নী একা হরিণী
যেন সে আমারি মনেরি মতন ॥

খোলা জানালা, শুধু দুটি চোখ
আকাশে কী দ্যাখে, কেবা তা জানে?
বিরহে বিধুর বিষাদে মধুর
তবু তার দুরাশার কী যে হয় মানে? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৮০