চলচ্চিত্রের গান
কেন এমন মন করে কেমন?
যেন তারে চিনি না অচেনা যেমন ॥কতনা করে যে ডাকি তারে
শোনে না কথা সে বারে বারে।
উড়ে যেতে চাহে সে কোন সুদূরে?
জানি না দ্যাখে সে কী যে স্বপন ! ॥দূর গগনে সে চাহিয়া হল মগন
যেন তারে চিনি না অচেনা যেমন ॥পড়েছে ধরা সে কার নয়নে?
ভুলেছে যা কিছু ছিল মনে।
জেগে নিশি কাটে যে তার শয়নে,
তার চরণে বাজে মধুর বাঁধন ॥তার ভুবনে যা পুরানো সবই নূতন
যেন তারে চিনি না অচেনা যেমন ॥