বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৬৯
চলচ্চিত্রের গান

কেন এমন মন করে কেমন?
যেন তারে চিনি না অচেনা যেমন ॥

কতনা করে যে ডাকি তারে
শোনে না কথা সে বারে বারে।
উড়ে যেতে চাহে সে কোন সুদূরে?
জানি না দ্যাখে সে কী যে স্বপন ! ॥

দূর গগনে সে চাহিয়া হল মগন
যেন তারে চিনি না অচেনা যেমন ॥

পড়েছে ধরা সে কার নয়নে?
ভুলেছে যা কিছু ছিল মনে।
জেগে নিশি কাটে যে তার শয়নে,
তার চরণে বাজে মধুর বাঁধন ॥

তার ভুবনে যা পুরানো সবই নূতন
যেন তারে চিনি না অচেনা যেমন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৪৩-৩৪৪