বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৭২

কেন যে কাঁদাও বারেবারে?
থেমেছে ক্রন্দনে ছন্দহীনা বীণা
তবু কেন তুমি আবার তারে
বাজাও কী সুরের সন্ধানে---জানি না ॥

বলো কেমন করে আজ রাখি ধরে,
মনপাখি যে বিবাগী তারে কিসের জোরে?
বৃথাই শুধু এ নয়ন ঝরে।
চলে গেছে সরে যারা দূরে
সুরে সুরে ডেকো না ॥

কী যেন সে কথা, কবে কানে কানে
বলে ভুলে গেছ চলে দূরে কিসের টানে?
কুহু কুহু কোকিলার গানে,
আজ তারে মনে, অকারণে
ক্ষণে ক্ষণে এনো না ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৫৮