কেন মন কেমন কেমন সারাক্ষণ করে গো?
কী সে পূর্ণতার পিছে পিছে
ঘুরে ঘুরে মরি মিছে
জীর্ণ, দীর্ণ, শূন্য, ভগ্ন এ জীবন
তুমি কি গো এসে
শুধু ভালোবেসে
দেবে তারে ভরে গো ॥চেয়ে দেখো আজ সু্রহীনা
সে সাধের বীণা চিনতে পারো কিনা
সখী গো---পরবাসী নিজ দেহে হলাম
অবশ, বিবশ, বিরস, নিরাশ দুনয়ন---
তুমি যদি আনো
মগন স্বপন
নতুনেরই সুরে গো ॥দু'চোখের আলো নিভে যাবে
যত সাধ বাকি অন্ত তার হবে
সখী গো---তাই মনে এই ভাব নিলাম
সর্ব, গর্ব, খর্ব করিয়া এ ভুবন
যা কিছু আমারি
উজাড়ি উজাড়ি
দিয়ে যাব ভরে গো ॥