ছোটদের গান
কেউ কি আমায় বলতে পারো
যুদ্ধ কেন হয়?
কেন লোকে যুদ্ধ করে? ॥আকাশ থেকে বোমা ফেলে
কামান দেগে গোলা মেরে,
কেন অসহায় নারী আর
শিশু ওরা হত্যা করে?
কেউ কি বলতে পারো?
কেন হিরোশিমা হল?
কেন নাগাসাকি হল?
কার ভালো হল তা বলো
হাজার হাজার নারী শিশু হত্যা করে?
কেন লোকে যুদ্ধ করে?
যুদ্ধ কেন হয় তা কেউ বলতে পারো? ॥একটা দু'টো মারলে মানুষ
লোকে তাদের খুনী বলে,
ফাঁসির কাঠে ঝোলায় তাদের
কিংবা যাবজ্জীবন জেলে---
কিন্তু যারা হাজার হাজার
মানুষ মেরে ফেলে,
কেন ফাঁসি হয় না তাদের
কেন তাদের দেয় না জেলে?
কেন বীর তাদের বলে
পৃথিবীর সবাই মিলে?
লাখে লাখে মানুষ মারার
ভীষণ সাজা দেয় না কেন আচ্ছা করে?
কেন লোকে যুদ্ধ করে
যুদ্ধ কেন হয় তা কেউ বলতে পারো? ॥কেন বলো বিজ্ঞানীরা
মানুষ মারার অস্ত্র বানায়?
কোটি কোটি টাকার তারা
আনবিক বোমা বানায়,
যদি তারা এই পৃথিবীর মরুভূমি যত,
করে দিত সবুজ সবুজ
বলো কত ভালো হত ! ॥অনাহার চলে যেত,
হাসি গান ভরে যেত,
সবাই কত সুখী হত---
কেন এমন হয় না তা কেউ বলতে পারো?
কেন লোকে যুদ্ধ করে
যুদ্ধ কেন হয় তা কেউ বলতে পারো? ॥