বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪২৪
ছোটদের গান

কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেয়ো না---
যদি বা যাও ক্ষ্যান্ত পিসির
রান্না শুক্ত খেয়ো না !

ভুক্ত ভুগি আমরা জানি, দুপুরবেলায় কী হয়রানি !
দোক্তা দিয়ে যুক্ত করে শুক্ত রাঁধে পিসি,
আর উচ্ছে কুচি থেঁতো করে
দাঁতে লাগায় মিশি, পিসি !

শনিবারের বারবেলাতে কারবালাতে যেয়ো না---
যদি বা যাও ভুলেও যেন
খেয়াল ঠুমরী গেয়ো না !

নিজের চোখে দেখাশোনা, বানানো নয় এর এক কণা---
কারবালাতে হরবোলা এক বহুরূপী থাকে,
ও সে খেয়াল শুনে দেয়াল ভেঙে
শেয়াল হয়ে ডাকে, ডাকে !

ভুলেও যেন রোববারেতে কাঁচড়াপাড়ায় যেয়ো না---
যদি বা যাও আন্না মাসির
ছ্যাঁচড়া রান্না খেয়ো না !

ছ্যাঁচড়া খেলে প্যাঁচড়া হবে, আঁচড়ে চুলকে প্রাণটি যাবে !
হ্যাঁচড়া মেরে শনিবারে কচু ওঠায়ে মাসি,
তার ছ্যাঁচড়া রেঁধেই রোববারেতে
তাই খেতে দেয় বাসি, মাসি !

কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেয়ো না !
শনিবারের বারবেলাতে কারবালাতে যেয়ো না !
ভুলেও যেন রোববারেতে কাচড়াপাড়ায় যেয়ো না !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৯৪