বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪১৫
ছোটদের গান

মা : খুকুমণি গো সোনা, বলোনা বলোনা
এই দুনিয়ায় কী সে সবার চেয়ে ভালো?

মেয়ে : সবার চেয়ে ভালো আকাশে চাঁদিনী,
তার চেয়ে ভালো মা, দই বড়া আর চাটনী !

মা : এই দুনিয়ার মাঝে কত, হাজার সে যে
মিষ্টি জিনিস আছে তা তো জানা---
সবচেয়ে মিষ্টি কী তা বলোনা?

মেয়ে : গোলাপী রেউড়ি মিষ্টি, রসগোল্লা ও মিষ্টি
দোকানে কত না আছে জমা,
তার চেয়ে মিষ্টি মা তোমার চুমা !

মা : খুকুমণি গো সোনা বলোনা বলোনা---
এই দুনিয়ায় কী সে সবার চেয়ে রাঙা?

মেয়ে : শিমুল পলাশ রাঙা, রাঙা জবা ও অশোক,
তার চেয়ে রাঙা মা, অংকের টিচারের চোখ !

মা : এই দুনিয়ার মাঝে কত হাজার সে যে
কালো জিনিস আছে তা তো জানা---
সবচেয়ে কালো কী তা বলোনা?

মেয়ে : কাক ও কোকিল কালো, ভুলো কুকুর কালো,
কিন্ত সবার চেয়ে কালো সে রাত,
যে রাতে পাশে তুমি থাকো না !

মা : খুকুমণি গো সোনা বলোনা বলোনা---
এই দুনিয়ায় কী সে সবার চেয়ে তেতো?

মেয়ে : উচ্ছে আর নিম তেতো, চিরতা আর কুইনীন্‌,
তার চেয়ে তেতো মা, ভূগোল পরীক্ষার দিন !

মা : এই দুষ্টু মেয়ে
মেয়ে : হি হি হি !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮৭