বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৬২

কী হল চাঁদ কেন মেঘে ঢেকে গেল
মুখ কেন ভার?
পদ্মকলি কেন টলমল শিশির-ভেজা
ছলছল আবার?

মেনেছি হার মেনেছি, ওগো অভিমানিনী
জেনেছি আজ জেনেছি, আমি আগে জানিনি
ত্রুটি যা কিছু, ভুল যা কিছু, দোষ যা কিছু, সব আমার ॥

কুলুকুলু হাসির মন্দাকিনী
প্রেয়সী বাঁধা সেতার যেন ঝংকারিণী।

বুঝেছি আজ বুঝেছি, ও দুটি বাহুর বাঁধন
বিনা এ জীবন ধারণ, হবে শুধু অকারণ।
ভাবি কী হবে, যবে না রবে, হবে এ ভবে সব আঁধার ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৫০