বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১২০

কি জানি কেন মন
উথাল পাথাল হল এমন?
শরতের মেঘে ভেসে
চলে গেছে, ফিরে গেছে,
কতনা দিন, কত রঙিন, কতনা ক্ষণ ॥

কাশবনে বনে লুকোচুরি খেলা
শিউলি কুড়ানো সকাল বেলা,
ঢাক শুনে শুনে মন তাথৈ নাচন
হারানো পুরানো দিন ছোটো বেলা।
কাশের ফুল হল মেঘের দল
শিউলি বকুল ঝরে চোখের জল---
অকারণ, অকারণ, অকারণ ॥

দূর থেকে কারা ডাক দিয়ে যেত
গন্ধে মাতাল উতাল হত,
আনমনা মন তবু হৃদয় মগন
শরতে ফাগুনে দিন মিশে যেত।
সে সবদিন ফিরে আসুক-না
নতুন প্রাণ ভালোবাসুক-না
শুভক্ষণ, শুভক্ষণ, শুভক্ষণ ॥