কী যে করি, দূরে যেতে হয় তাই
সুরে সুরে কাছে যেতে চাই ॥কখনো সঘন বাদলের পরে
প্রেমলিপি লিখি বিজুলি আখরে,
কখনো দখিনা পবনে আমার
ব্যথাটুকু রেখে যাই ॥কী যে করি বলো এত আশা লয়ে
বোবা হয়ে মরি এত ভাষা লয়ে।তোমার আমার এমনই এ খেলা
দু'কূলে দু'জনে বেয়ে যাব ভেলা,
কখনো সহসা ঢেউয়ে ঢেউয়ে মিলে
কিছু ছোঁয়া যদি পাই ॥