কী করে জানাব মানাব তারে বোঝাব বলো না ছলনা এ-না, ভালোবাসি ! দু'চোখে চেয়ে চেয়ে শুধু যে থাকি বলাতো হল না কত যে তারে ভালোবাসি ॥ যদি হতাম আমি সুবাস ফুলের বনে ফুটতাম। রজনী ঘনালে বাতাসে ভেসে তার ঘ্রাণে মিশে যে বোঝাতাম তারে ভালোবাসি ॥
কী করে জানাব মানাব তারে বোঝাব বলো না ছলনা এ-না, ভালোবাসি ! দু'চোখে চেয়ে চেয়ে শুধু যে থাকি বলাতো হল না কত যে তারে ভালোবাসি ॥
যদি হতাম আমি সুবাস ফুলের বনে ফুটতাম। রজনী ঘনালে বাতাসে ভেসে তার ঘ্রাণে মিশে যে বোঝাতাম তারে ভালোবাসি ॥