বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৮৫

কিছু আর কহিব না গো প্রিয়
শুধু স্মরণ পাথেয় করিয়া লব ॥

ছোটো ছোটো ছিল স্বপ্ন আমার ছন্দে ভরা,
বয়ে যেত নদী দুরন্ত দুরন্ত ছুটন্ত ধারা,
তারি দু'টি আঁখি তারা
আমারি আকাশে ছিল
শুকতারা ধ্রুবতারা।
যদি তুমি সবি ভুলিয়া যাও,
অবহেলে মোরে চলিয়া যাও,
ভুলিয়া যাও কিছু চাহিব না ॥

রিনি ঝিনি ঝিনি ঝিল্লি বাজাত যে নূপুর,
জেগে জেগে থাকা ঘুমন্ত ঘুমন্ত ঝুমন্ত দুপুর,
অন্তরে অন্তরে কী জানি কী মন্তরে,
ভরিয়া যেত যে সুর।
গুন গুন গুন গাহিয়া গান,
না বলা কথা যে পেত গো প্রাণ,
হলে অবসান, আর গাহিব না ॥