কিছু কথা আছে শোনো
গো প্রাণ দিয়ে প্রাণে,
প্রাণে নয় গানে---সজনী গো, সজনী গো।
কভু আসেনি এমন মাধুরী মাখানো,
স্বপন জড়ানো রজনী গো---সজনী গো ॥যদি ফাগুন আসে ফুল সাজে
কেন বেদন বুকে এত বাজে, মরি গো হায়!
পূর্ণিমা রাতি কেন আমার এ মন কাঁদায় ? ॥আকাশ যদি রাঙে,
জোয়ার আসে গাঙে
হৃদয় কেন ভাঙে---সজনী গো সজনী গো ॥এতটুকু ছোঁয়া তার যদি
কুলে কুলে ভাসায় মন নদী---সজনী গো,
সংকোচে নিরবধি কেন দূরে যেতে চায়? ॥কাছে এলে ডরি,
দূরে গেলে মরি,
উপায় কী যে করি, সজনী গো, সজনী গো ॥