বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১১১

কিছুদিন পরে আর
কিছু চাইব না (আর)
কামনার বাতি নেভা ঘরে,
চেতনার মৌতাতে
ঝুম হয়ে যাব,
পৃথিবীর আলো কম হয়ে যাবে---
তখন এসো, তখন এসো ॥

কিছু কেন রেখে যাব
পৃথিবীর ভার এমনি অনেক
ক্ষয় সে তো একদিনে নয়
প্রতিদিনে তিলে তিলে হয় ॥

শরীরের বোঝা নেমে
এখন যাব থেমে,
থামা নয় চলার নেশায়।
সব পাওয়া শেষ হয়ে,
সব চাওয়া শেষ হয়ে
মণিহীন চোখে চাওয়া থেকে যাবে---
তখন এসো, তখন এসো ॥

আমি যবে ভুলে যাব
তোমার আসার কথা তখন এসো,
প্রত্যাশা শূন্য কলস ধুলায়
গড়াগড়ি যাবে অবহেলায় ॥

কথাদের লতার থেকে
মানেদের ফুলেরা সব
টুপটুপ ঝরে পড়ে যাবে,
মানেহীন কথা যখন
ওংকার ধ্বনির মতন
সুরধ্বনী সংগীত হয়ে যাবে---
তখন এসো, তখন এসো ॥