বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৪০

ক্লান্তি নামে গো, রাত্রি নামে গো
বাইতে পারি না যে তরণি
আর কত দূর?

হায়, কোথায় শ্যামল মাটির মায়া,
হায়, কোথায় সবুজ বনের ছায়া,
কোথা সে নীড় গভীর প্রেমের মোহানা
আহা, কোথায় সে তীর?

এ শুধু নিঠুর ঢেউয়ের খেলা
দিবা-নিশি ভাসাই আশার ভেলা,
মনোবীণার তারে শুধুই বাজে হারানো সুর ॥

তবু তুমি আশার দীপ জ্বেলে রেখো
বাতায়নে আমারি পথ চেয়ে থেকো,
আবার আমি---তোমারি দ্বারে
বিজয়ীর বেশে আসিব, মর্মর মুখরিত-সন্ধ্যায় ॥

এই জীবনে যদি কিছু হারায়ে থাকি
এই ভুবনে জানি, জানি যাবে না ফাঁকি
এই বিরহ বিধুর রাতে মিলনের গান গাহিও,
আবার আমি---এই ধরণীর
ধূলির পরে আসিব, মর্মর মুখরিত সন্ধ্যায় ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৩২-২৩৩