বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২২৬
এই গানটির দুইটি পাঠভেদ রয়েছে

(১)
কোনো ভালো কবিতার দু'টো পঙক্তি দাও
আমি তাকে ডানা করে
পাখি হয়ে শূন্যে উড়ে যাব
আর তার স্বপ্নের ছন্দের ভাষা দিয়ে
হারানো সে মুক্তিকে ফের খুঁজে পাব ॥

কোনো ভালো গান থেকে
দু'লাইন স্বরলিপি বেছে এনে দাও।
আমি তাকে চশমার মতন দুই চোখে পরে
অসীম দিগন্তে শুধু চেয়ে রব,
আর তার সুর থেকে ঝরে পড়া মধু দিয়ে
একটি সেতার সুরে বেঁধে রেখে যাব
দু'লাইন স্বরলিপি বেছে এনে দাও ॥

একটি শিশুর দুই ব্যথাভরা চোখ থেকে
দু'ফোটা চোখের জল কেউ এনে দাও।
আমি তাকে বারুদের মতন এই বুকে পুরে
বুলেটের মতন করে হৃদপিণ্ডকে শেষে ছুঁড়ে দিয়ে যাব,
আর তার ধ্বংসে সাক্ষীর মতো চেয়ে
একটি শহিদবেদি হয়ে রয়ে যাব ॥

(২)
কোনো ভালো কবিতার দুটো পঙ্ক্তি দাও
আমি তাকে ডানা করে
পাখি হয়ে শূন্যে উড়ে যাব ॥

কোনো ভালো গান থেকে
দু'লাইন স্বরলিপি বেছে এনে দাও।
আমি তার সুর থেকে
ঝরে পড়া মধু নিয়ে
একটি সেতার---একটি সেতার সুরে বেঁধে রেখে যাব ॥

দু'ফোটা চোখের জল
ব্যথা ভরা দুনয়ন থেকে এনে দাও।
আমি তাকে বীজ করে
হৃদয়ে বপন করে
রক্তজবা---রক্তজবার ফুল হয়ে রয়ে যাব ॥