বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫৩

কতনা কথা ছিল বলবার, কত যে পথ ছিল চলবার
কত যে ব্যথা ছিল ভোলবার, রুদ্ধ দ্বার কত খোলবার
শেষ না হতে হতে সোনালি সূর্যের
সময় হল বুঝি ঢলবার,
ডেকো না ডেকো না গো আরবার ॥

জীবন নদী বেয়ে সাগরে যেতে কত
জোয়ার ভাটা এল গেল যে,
কখনো বন্যায় হয়েছি উত্তাল
কখনো চড়া পড়ে গেল যে।
তুমিও তরী হয়ে, আমার বুকে এসে
নোঙর ফেলেছ যে কতবার,
সে কথা মনে পড়ে বারবার ॥

হাজারো বছরের বাঁচার সুখে ভরা
জীবনে কত পল পার হলাম,
সেই হিসাব যদি ধরো তো কোটি কোটি
বছর, পৃথিবীর বুকে ছিলাম।
কিন্তু মনে জানি, যে কটি পল তুমি
আমার বুকে এসে ধরা দিলে,
সে কটি পল শুধু বেঁচেছিলাম
সে কথা মনে পড়ে বারবার ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪৩