বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৫১

কত ঋতু আসে যায়
আসে ফাগুন চলে যায়
শুধু আমারই মনে কেন
কালো কালো ঘন ঘন
বাদল ঘনায়,
তুমি যে কোথায়? ॥

কি শরতে বৈশাখে
শাওনে ময়ূরী ডাকে,
পৌষালি ধানে ধানে
হিমেল বাতাসে
ঢেউ খেলে যায়।
ঘরে ঘরে নবান্নে নতুন দিনের
সুরভি ছড়ায়
শুধু যে কাঁদায়,
তুমি যে কোথায়? ॥

ধরণী সবুজ ছিল
কতনা সহজ ছিল,
চৈতালি পাতাঝরা
হেমন্তে মাতানো দিন,
তবুও রঙিন।

তুমি এলে দিগন্তে ঝড়ের মতন
মাতালি হাওয়ায়
মনে পড়ে যায়,
তুমি যে কোথায়? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪১-২৪২