বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৯০

কতবার ছন্দ বদলাবে,
কত শত চোখে চেয়ে রবে?
তোমাকে চেনা কী মুশকিল।
কখনো কাঁদো তবু হাসো,
কাঁদাতে কভু ভালোবাসো,
কী করে খুঁজে বলো পাই মিল?

জানি না, জানি না
সে কবে, কখন, কোথায় পথের প্রান্তে,
কতবার মনের অজান্তে,
তুমি কতরূপে এসেছ একান্তে !

কত স্পর্শে হর্ষ রেখে গেছ,
কত গন্ধে গন্ধে মিশে আছ,
কী আলোছায়ায় করো ঝিলমিল ॥

বুঝি না, বুঝি না
জীবনের যখন যেথায় দেখি কোনো স্পন্দন,
ভুবনের ঋতু পরিবর্তন,
কেন তোমাকেই ভেবে করি ক্রন্দন।

তুমি ফুল ফুল হয়ে ফোটো।
কেন নীল নদী হয়ে ছোটো?
আকাশে কখন শঙ্খচিল ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৭২