বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৬৫

কুহেলি রাত একা একা,
কাটে না আর, দাও দেখা
ভীরু চাঁদিনি আজ মেঘে ঢাকা
সুপ্ত বলাকা, শাখে শাখে কলি
বন্ধ সকলি, অন্ধকার আঁকা।
এখনও সময় হয়নি কি, আর কত বাকি?
বন্ধ দুয়ারে বারবার করাঘাত শোনো নাকি?
সে যে গো সাধের স্বপ্ন, ফিরে ফিরে যাবে কী? ॥

হয়তো পারিনি বন্ধন ছিঁড়ে নিজের সব দিতে
কৃপণের মতো সঞ্চয় করে
নিজের গণ্ডিতে পারিনি সব দিতে।
নিজেরই শিকলে বন্দির মতো নিজের ফন্দিতে ॥

কুহেলি রাত সব নিঝুম,
একা একা আসেনা ঘুম
ভাবছি ভাবনা সব এলোমেলো
কারা এল গেল, কত ভালোবাসা
আশা-নিরাশা দ্বন্দ্বে দিন গেল ॥
এখনও সময় হয়নি কি? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৫২