লাগে দোল, লাগে দোল,
লাগে দোল পাতায় পাতায়
বকুল বনের শাখে,
কে যাবি, কে যাবি আয় ছুটে
আয় ছুটে মন দেবার নেবার
সময় যে ডাকে ॥ঝিলিক লাগা দুপুরে
ঝিঁঝিঁ পোকার নূপুরে,
কে যে আপন কে বা পর
ভুলে যাওয়া এই সুরে।
টলমল আমার মন তোমারে ডাকে ॥ছোটো আমার তরণি
কনক চাঁপা বরণী,
ওপারে কে যাবি আয়
পিছে ফেলে স্মরণী।
যাক না যা গেছে মনে কে রাখে ॥