বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৪

মানব না এ বন্ধনে
মানব না এ শৃঙ্খলে
মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার
খর্ব করে যারা ঘৃণ্য কৌশলে ॥

দুই শতাব্দীর নাগপাশ বন্ধন
নিঃস্ব হল কত অগণিত প্রাণমন
দুঃশাসন ভেঙে মুক্তির তরে হায়
লাখো শহিদের অমূল্য প্রাণ যায়
মূল্যে তার যারা মসনদে গদিয়ান
জনতার দাবী দুই পায়ে দলে ॥

আজ দিকে দিকে আর্তের হাহাকার হায়রে!
মাতা শিশু কাঁদে ঘরে ঘরে অনাহার
বিদেশির পাতে উচ্ছিষ্টের ভোজে
স্বার্থবাদী তার লুটের স্বরাজ খোঁজে
অন্ন দেয় নাকো বুভুক্ষু জনতায়
কণ্ঠরোধ করে লাঠি রাইফেলে ॥

* [ আজ দিকে দিকে জনগণ তৈয়ার
মুক্ত চীন জাগে বর্মা মালয় আর
শোষণের যত গোলামির দাসখত
পায়ে দলে গড়ে নতুন ভবিষ্যৎ
বিশ্বযুদ্ধের চক্রান্তের জাল
ছিন্ন করে যারা আমরা সেই দলে ॥

জমা আছে মনে রক্তের যত ধার
প্রতি বিন্দুও শোধ দিতে হবে তার
জেনে রেখো তুমি বিদেশির তাঁবেদার
তোমাদের দিন শেষ হবে এইবার
শেষ যুদ্ধের দুর্বার আঘাতে
সারা ভারত জুড়ে হবে তেলেঙ্গানা ॥ ]

মাগো বাংলা আর কত দিন
নিজভূমে পরবাসী প্রতিদিন
রব পদে পদে গঙ্গা পদ্মা হায়!
রক্ত নদী হয়ে বয়ে বয়ে যায়
মাগো তোর কোটি কোটি সন্তানে
নেয় প্রতিজ্ঞা আর সবো না ॥