বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩২৯
চলচ্চিত্রের গান

মর্জিনা : মার ঝাড়ু মার ঝাড়ু মেরে
ঝেঁটিয়ে বিদেয় কর।
যত আছে নোংরা সবি খ্যাংরা মেরে
ঘর থেকে দূর কর
ঘরের ফিরিয়ে দে না হাল ! ॥

আবদাল্লা : না-না-না-না মর্জিনা
তার চেয়ে তুই বল ॥

মর্জিনা : কি? ॥

আবদাল্লা : ছিঃ ছিঃ এত্তা জঞ্জাল ॥

মর্জিনা : দ্যালে পিক পানের
মেঝেয় জুতোর কাদার দাগ,
ধুলো আর বালির গুঁতোয়
বন্ধ হল নাক ! ॥

বাবুদের বাইরে দেখ জরির পোশাক
ভিতর হাঁড়ির হাল
হায়রে যুগের চাল ! ॥

আবদাল্লা : না-না-না-না মর্জিনা... ॥

মর্জিনা : শোনো ভাই, সোনার চাঁদির
সদাই ঝনন্‌ ঝন্‌
বড়লোক আমির উমির
ময়লা তাদের মন।
বাবুদের বাইরে হাসি মনের ভিতর
শুধুই গালাগাল।
ঠকিয়ে নেবার তাল ! ॥

আবদাল্লা : না-না-না-না মর্জিনা... ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩০৩-৩০৪