মেঘবরণ কালো চুলে ঢেকে দু'চোখ আমার
নিভিয়ে দাও সখী,
এই দেহের লোমকূপ সব মেলে দিয়ে, একটি-বার
একটি বার তোমাকে ভালো করে দেখি ॥এতদিনে যা স্বপ্ন দেখেছি, কাছে থেকেও দূরেতে থেকেছি
কি জানি কী আশে, হিসাবে নিকাশে
মগ্ন জীবনের খাতা বন্ধ রেখেছি।
তোমার প্রেমে নতুন করে ভাষা ফের শিখে
এই জীবন, এই জীবন কাহিনি শুরু থেকে লিখি ॥কত না বার কত রূপে এসে, দুর্নিবার জীবন স্রোতে ভেসে
তোমাকে খুঁজেছি এটুকু বুঝেছি
মরা বাঁচা সবই হবে তোমায় ভালোবেসে।
তোমার আমার আসা যাওয়ার চলে এই খেলা
সেই কথা, সেই কথা তুমি সখী ভুলে গেছ নাকি ! ॥