বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৯৫
চলচ্চিত্রের গান

মেঘ তুই যা, যা, যা, যা
যেথা মোর প্রিয় আছে
সেথা বরষা
যদি জল না থাকে তোর
দু-চোখের জল নিয়ে যা, যা,
যারে যা।

নিশিদিন বিরহেই জ্বলনে জ্বলে মরি
জানি না কী যে করি জীবন রাখা দায়।
যে ছিল হৃদয় বাঁশি
সে হল বনবাসী,
উপবাসী দেহ আমার
আর ধরে রাখা না যায় ॥

মেঘ তুই বলিস তারে, নয়নের বারি ধারে
শকুনি যে উঁকি মারে ঘরের আঙিনায়।
যদি না সে আসে ফিরে
আমি এই বুক চিরে
রক্ত নদী হয়ে বয়ে
যাব সে আছে যেথায় ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৬৭