বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৯২

মেঘে মেঘে গরজন,
কবে পাব দরশন?
এল শ্রাবণ দিন
দু'চোখে নেমে যে এল প্লাবন,
কী করি, নিয়ে এই, পোড়া মন !

সঘন এল যে বরষা
তুমি বিনা কী যে ভরসা,
কবে যে সৌরভে, জীবন ভরে হবে সরসা।
আবার ফিরে পাব
হারানো পুরানো গানে গানে ভরানো
নতুন স্বপন ॥

কতনা দিন কত রজনী
তারে যে দেখিনি সজনী,
বুঝি মনের ভুলে, গেছে দূরেতে চলে কী জানি?
যদি দেখিস তারে
বলিস আমার বৃথা হল জীবন
বিনা সজন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৭৩-২৭৪