মেঘে মেঘে গরজন,
কবে পাব দরশন?
এল শ্রাবণ দিন
দু'চোখে নেমে যে এল প্লাবন,
কী করি, নিয়ে এই, পোড়া মন !সঘন এল যে বরষা
তুমি বিনা কী যে ভরসা,
কবে যে সৌরভে, জীবন ভরে হবে সরসা।
আবার ফিরে পাব
হারানো পুরানো গানে গানে ভরানো
নতুন স্বপন ॥কতনা দিন কত রজনী
তারে যে দেখিনি সজনী,
বুঝি মনের ভুলে, গেছে দূরেতে চলে কী জানি?
যদি দেখিস তারে
বলিস আমার বৃথা হল জীবন
বিনা সজন ॥