বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৪০

মিটি মিটি তারারা নীল নীল আকাশে,
ঝরে ঝর ঝরনা ঝির ঝির বাতাসে,
মোর মন কাঁদে যে তার কারণে ॥

(হায়) আমি কতনা দিন কত রজনী যে,
তাহারি মাঝারে খুঁজি নিজে,
কী করে কহিব সজনী যে, কত রজনী যে।
যদি ঘুমে মগন, সে যে হয়ে স্বপন
আসে আমারি নয়নে অকারণে ॥

মনে মনে ভাবি যে সাত পাঁচ ভাবনা,
হায়রে জানি না পাব কিনা পাব না,
মোর মন তবু যে তার কারণে,
ঝর ঝর কাঁদে যে তার কারণে ॥

(হায়) যদি কখনো আসে সে মোর দ্বারে,
করুণ রাগিণী তারে তারে,
বাজে যদি গো তার সেতারে, যদি তারে তারে।
আমি ভুলে যাব, পাব কি না পাব
শুধু হব যে মগন অকারণে ॥

বারেবারে এমনই হার জিত খেলাতে,
পেয়ে তারে হারাব জীবন মেলাতে,
মোর মন তবু যে তার কারণে,
ঝর ঝর কাঁদে যে তার কারণে ॥