মন আমার হল কেন যে
দুরন্ত ছুটন্ত ঝরনা,
কার পরশে যে জেগেছে
ঘুমন্ত ঘুমন্ত বন্যা।
মানে না সে কোনো বাধা
মিছে আজ তারে সাধা
অভিসারী যেন রাধা যমুনা তীরে
বাঁশি শুনেছে তার,
পাগলিনী, বিরহিণী যেন সে বনহরিণী,
দিশাহারা, সাথিহারা মানে না মানা ॥মগন ছিলেম আমি নিজেরই মাঝারে একা,
তুষারিত নদী যেন বরফে ছিল সে ঢাকা।
রোদেরই পরশ হয়ে এলে, তবু মোর হলে না ॥জানি না সাগর হয়ে কোথা তুমি কত দূরে
আছ তবু ছুটে চলি মোহানার অভিসারে।
তোমাতে বিলীন হয়ে, সফল হবে কি সাধনা ॥