বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২১২

মন বন পাখি চন্দনা,
কোথা যে উড়ে গেল, মেলে ডানা? ॥

শূন্য শূন্য সব লাগে,
ঘরে মন আর রহে না তারে বিনা, ॥

*[মন বন পাখি চন্দনা কোথা যে উড়ে চলে গেল
মন বন পাখি চন্দনা (৩)
চন্দনা মন বন পাখি, মন বন পাখি
কোথা যে উড়ে গেল, গেল, গেল, গেল
কোথা যে উড়ে গেল মেলে ডানা (হাঁ)। ]* ॥

কত রজনী হায় সজনী
গেল যে চলে হায় বিফলে,
কেন গেল চলে নীরবে না বলে? ॥

ধন্য ধন্য জীবন মোর (মোর)
সাথি ছিল সে যে,
রাগিণী হয়ে ভরে বীণা ॥
*[ মন বন পাখি চন্দনা, চন্দনা, চন্দনা ]* ॥