মন ময়ূরপঙ্খির পাল তুলে দিলাম গো
ও প্রাণ সখা মোর,
কি যাইবি কি না যাইবি পারে
ও প্রাণ সখা মোর ॥মুক্তো ডানা মেলে দিলাম
বিহঙ্গের সঙ্গে গো
রঙ্গে রঙ্গে গেলাম মিললাম,
ও প্রাণ সখা মোর---
তুমি কি গো যাবে সঙ্গে সঙ্গে
নব রঙ্গে রঙ্গে---দূর রামধনুর কিনারে ॥সপ্ত সাগর আমায় ডাকে
মাতাল তরঙ্গের কলকল,
ঘুর-ঘুর ঘূর্ণির পাকে,
ও প্রাণ সখা মোর---
ঢেউয়ে ঢেউয়ে দুলে ছন্দে-ছন্দে
তাথা থৈ আনন্দে---চল মরণের ওপারে ॥