বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৪৭

মন পাখিরে কেন মন উদাস থাকিস
তার কথা মনে রাখিস
সে তো ঘরে আসবে নারে আবার ফিরে
সোনারই খাঁচায় তোমার
গুনগুন গুনগুন গাবে না রে ॥

মু'খানি করুণ করুণ, চুলেতে পড়েনি চিরুণ
এভাবে পাগল পাগল
খুলে আগল বসে রবি
জীবন নদীর পারে,
আনমনে ভাবিস কিরে?

কী ভেবে হলি মগন, গেল যে পরম লগন
পরায়ে সোনার শিকল
করে বিকল ভেবেছিলি,
চিরদিন পাবি তারে,
এত কি সহজ ওরে?

যদি বুঝিতাম তারে, সকলই উজাড় করে
শুন্য করে সকল আপন
জীবন মরণ তাহার চরণ,
ডালি দিয়ে দিতাম ভরে,
বাকি রেখে দিতাম না রে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৩৭-২৩৮