চলচ্চিত্রের গানমনে পড়ে সেই সব দিন,
সেই সব ঝরে যাওয়া
স্বপ্ন রঙিন,
সেই সব ঋতু জুড়ে
ফাগুনেরও দিন ॥ভালোবাসা কী যে জাদু !
কী যে মধু আছে তার পাত্রে ভরা
সকলই নতুন লাগে নতুন এ ধরা।
মধুর কী যে সে ব্যথা
না বলা কত সে কথা,
চোখে চোখে চেয়ে শুধু
কেটে যাওয়া দিন ॥শুধু দু'জনায় মিলে
সৃজন করা যে যায় বিশ্বভুবন,
ভালো যে বেসেছে শুধু জানে সেই জন।
সে ভুবনে নাই সীমা
সারাক্ষণ পূর্ণিমা,
মিলে মিশে এক হয়ে
যায় রাত দিন ॥