বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩২৭
চলচ্চিত্রের গান

মনে পড়ে সেই সব দিন,
সেই সব ঝরে যাওয়া
স্বপ্ন রঙিন,
সেই সব ঋতু জুড়ে
ফাগুনেরও দিন ॥

ভালোবাসা কী যে জাদু !
কী যে মধু আছে তার পাত্রে ভরা
সকলই নতুন লাগে নতুন এ ধরা।
মধুর কী যে সে ব্যথা
না বলা কত সে কথা,
চোখে চোখে চেয়ে শুধু
কেটে যাওয়া দিন ॥

শুধু দু'জনায় মিলে
সৃজন করা যে যায় বিশ্বভুবন,
ভালো যে বেসেছে শুধু জানে সেই জন।
সে ভুবনে নাই সীমা
সারাক্ষণ পূর্ণিমা,
মিলে মিশে এক হয়ে
যায় রাত দিন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩০২