মরি হায় গো হায় !
এলে যখন আমার ভাঙা ঘরে
শূন্য আঙিনায় ॥তখন আমার ঝরা মালায়
নিভু নিভু সুরভি দ্বীপ জ্বালায়,
মৌমাছিরা পরাগ দলে চলে যায়
যায় গো যায় গো যায় ! ॥তখন স্রোতে ভাঁটায় ভাঁটায়
আশাতরী তীরেতে দিন কাটায়,
ছিন্নপালে ভাঙা-হালে মুরছায়
হায় গো হায় গো হায় ! ॥তখন অস্তরাগের নেশায়
মূলতানে পূরবী রাগ মেশায়,
চৌদিকেতে বিদায় করুণ সুরে গায়
হায় গো হায় গো হায় ! ॥