ময়নামতীর গাঁ, গুনগুনিয়ে যা
ওরে আমার ভোমরা কাজল কালো
বলিস আমার প্রিয়রে আর
সহেনা প্রাণ তারে বিনা,
না-না-না ॥সেখানে শুনি নিতুই ফাগুন
কলরোল খুশির হাসি মাতায় গগন
সারাক্ষণ মিলন লগন।
বিরহ-বেদন সেথা নাই
মিলনের বাজে সানাই,
যখন তখন সনন সনন
বয় যে দখিনা ॥কেমনে আমার কাটে বেলা
নিশিদিন হেলাফেলা অবহেলা
শুধু স্বার্থেরি খেলা।
হেথা সব বেচা কেনা
সারাদিন লেনা দেনা,
চারিদিকে সব অচেনা
মন যে মানে না ॥