বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৮০
চলচ্চিত্রের গান

না জানিরে, না জানিরে, না জানিরে---
কোথা মন তটিনীর মত ধায়
কেবা জানে কিসের টানে
মরু পথে আপনা হারায় ॥

একূল ওকূল দুকূল ভাঙে
আপন রাগে আপনি রাঙে,
পল বাধা নাহি মানে, বিরহিণী যায় ॥

রাই অভিসারিণী সাজে
আঁধারে না পায় দিশা পথ কোথা যে
কঙ্কণ কিনিকিনি বাজে
পায়ে-পায়ে মরি লাজে।

দুরু দুরু হিয়া থরথর কাঁপে
রাখিতে না পারি হিয়া মাঝে
জনম দুঃখিনী রাই কাঁদে
চির বিরহী মাঝে--
যুগে যুগে বাঁশি বাজে
মন নাহি রহে মন মাঝে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৫৩-৩৫৪