বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৬১

নাকের বদলে নরুন পেলুম টাক ডুমাডুম ডুম
আর জান দিয়ে জানোয়ার পেলুম লাগল দেশে ধুম।

আমরা হলাম বোকা ছেলে কী বা বলো বুঝি
মোদের যেমনি চালাও তেমনি চলি চোখে ঠুলি গুঁজি
আর ঘুর ঘুর ঘুরে ঘুরাই ঘানি বুঝিনে তেলানি
ও একচেটে তোমাদের রইল, চোখ বুজে মোরা রামনাম জপলুম।

তোমরা বলো, আমরা শুনি মিঠে কড়া বুলি---
তাই সত্যি ভেবে পাঁচু রহিম খেয়ে মরল গুলি
বড়ো বোকা ছিল দাবা বোড়ের চাল বোঝেনি তারা
আজ কিস্তি মাত করেছ, আমরা যেই ঘুঁটি সেই ঘুঁটিই রইলুম।

আমার বাবাও বোকা ছিল আমি তো তার ছেলে
সে বিলিতি কাপড় পুড়িয়ে গিয়েছিল জেলে
আর তোমরা কেমন দিশি সুতোয় বানালে গাঁটছড়া
তার এক কোণ বাঁধলে গাউনের সাথে, আর এক কোণ গলায় দিয়ে ঝুললুম।

তবু তোমরা আমরা প্রভেদ কী আর রামরাজত্বের দেশে
এই একঘাটে জল খাবে বুঝি বাঘেতে আর মেষে
তাই তোমরা রাজভোগ খেলে আমরা ঢেকুর তুলি কষে
আজ তোমরা প্রাসাদচূড়ায় রইলে,আমরা তাহার ইট-কাঠ বইলুম।

আমার ছেলে মেঝেয় পড়ে বুড়ো আঙুল চোষে
সে বোকা ছেলে খিদে পেলে হঠাৎ কেঁদে বসে
ও সে বোঝে না তো আইন কানুন, বড্ড বোকা কিনা
তোমার ক্ষুধাহরণ গুলি বিনা, চোখেতে আর আসবে না ঘুম।

আমার ভিটেয় চড়ল ঘুঘু ডিম দিল তোমাকে
সেই আজব ডিমের আজব শিশু খাস দিল্লিতে থাকে
শোনো, শিশুর পরিচয়---ও সে যেমন তেমন নয়কো শিশু, মস্ত মহাশয়
এই মোদের গায়ের চামড়ায় তার কাঁথা সেলাই হয়
ওই হিটলার তাহার জ্যাঠা ছিল মুসোলিনী মেসো
আর মার্কিন দেশের ট্রুম্যান চাচা পাঠায় খেলনা ডলার ঝুমঝুম ॥